ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা আন্দোলনে জয়ী হব, রক্ত বৃথা যাবে না : বুলু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘লক্ষ্মীপুরে নিহত কৃষক দল নেতা সজীবের রক্ত কোনো অবস্থাতেই বৃথা যাবে না। ইনশাআল্লাহ, আমরা আন্দোলনে জয়ী হব।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকর‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেল ৪টা ৫ মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়, যা শেষ হবে মগবাজারে গিয়ে।

‘লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে’ এই র‌্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘আমাদের দাবি একটাই‒ এই সরকারের পদত্যাগ ছাড়া দেশের কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই দাবিতে সরকারের পদত্যাগ ও বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন আদায় করে নেব। এই দাবিতে ২৪ আগস্ট থেকে আমাদের আন্দোলন চলছে।’

তিনি বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলে। কিন্তু এই সরকারের কাছে কোনো দাবি করব না। আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করব।’

সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সজীব হোসেনকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করেছে। এটা ওদের (আওয়ামী লীগ) পরিকল্পিত। কারণ সরকার বিরোধীদল শূন্য করতে চায়।’

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধানের বাইরে নির্বাচন হবে না। কিন্ত এই সংবিধানের অধীনে জনগণের রায়ের প্রতিফলন হবে না। তাই নিরপেক্ষ সরকার দরকার। আর যে পথ দিয়ে রাতে-ভোরে, জনগণ ও ভোটার ছাড়া নির্বাচন হয়, সেই নির্বাচন তারা করতে চান। এই নির্বাচন ওবায়দুল কাদের এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের পছন্দ।’

সরেজমিনে দেখা গেছে, শোকর‌্যালি ঘিরে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এসময় তারা কালো ব্যাজ ধারণ করেন।

র‌্যালি থেকে ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’, ‘সজীবের রক্ত বৃথা যেতে পারে না’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি নেতা আহমেদ আজম খান, আবদুস সালাম, জয়নুল আবেদিন ফারুক, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নাজিম উদ্দিন আলম, তাইফুল ইসলাম টিপু, ইশরাক হোসেন, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দল নেতা হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল, ওলামা দলের শাহ মো. নেছারুল হক উপস্থিত ছিলেন।