ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির পদযাত্রায় হামলা সংঘর্ষ, সাত জেলায় মামলায় আসামি ৫ হাজার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২০, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির পদযাত্রা কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনায় পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতারা বাদী হয়ে মামলা করেছেন। সাত জেলায় মামলায় বিএনপির প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৭৬ জনকে।

বিএনপি বলছে, তাদের ওপর হামলা করা হয়েছে; আবার তাদেরই আসামি করে মামলা করা হয়েছে। এসব সাজানো মামলা দিয়ে আন্দোলন ও বিরোধী দলকে দমন করতে চায় সরকার। তবে পুলিশ বলছে, ফাঁড়িতে হামলা ও সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের ঘটনায় মামলা করা হয়।

মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের অন্তত সাতটি জেলায় বিএনপির এক দফার কর্মসূচি ঘিরে সংঘর্ষ হয়। কোনো কোনো জায়গায় বিএনপির ওপর হামলার অভিযোগ করেন দলটির নেতাকর্মী।

ফেনীতে বিএনপির দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। জয়পুরহাটে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ এবং এক ছাত্রলীগ নেতা। খাগড়াছড়িতে ১৫৭ জনকে আসামি করা হয়েছে। বগুড়ায় চার মামলায় আসামি করা হয়েছে বিএনপির ২১১ জনকে। কিশোরগঞ্জে বিএনপির একশ নেতার নামে মামলা করেছে পুলিশ। পিরোজপুরে মামলায় প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।