ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নীল নকশার নির্বাচন প্রতিহত করা হবে- সৌদি আরব দাম্মাম বিএনপি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১৫, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্রের ঘাতক, ফ‍্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পদত‍্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবী আদায়ের লক্ষ্যে বৃহত্তর চট্টগ্রাম জেলা দাম্মাম সৌদিআরব উদ্যোগে গত ১৩ জুলাই (বৃহস্পতিবার) হোটেল হলিডে তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে

প্রধান অতিথি ছিলেন সাব্বির আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টা,দাম্মাম প্রাদেশিক বিএনপি,

প্রধান বক্তা ছিলেন ফারুক হোসেন মোল্লা, সভাপতি দাম্মাম প্রাদেশিক বিএনপি।

সভাপতিত্ব করেন মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, সভাপতি বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি দাম্মাম, সৌদি আরব।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নবীর হোসেন নবী, সাংগঠনিক সম্পাদক, দাম্মাম প্রাদেশিক বিএনপি,

সেকান্দার আলী পিয়ারু, সিনিয়র সহ সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি

মোহাম্মদ আব্দুল আলিম সহ সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি, শফিউল আলম, সাবেক সহ সভাপতি – ছাত্রদল চট্টগ্রাম মহানগর বিএনপি, ফোরকানুল হক, সাংগঠনিক সম্পাদক বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি

সেলিম চৌধুরী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা‌ করেন আবু আনসারী টুটুল, সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি ও মাষ্টার মাহাবুবুল আলম সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি।

 

উপস্থিত ছিলেন তারেক জামাম, চট্টগ্রাম জেলা বিএনপি,

রাশেদুল ইসলাম, বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি,

শফি মামুর সিকদার, ইসমাইল রানা, নাসির উদ্দিন টিটু, সালাউদ্দিন আহমেদ, মোহাম্মদ মহসিন, আব্দুল মালেক , হাফেজ আব্দুল্লাহ, এরশাদ মাহমুদ,সাঈদ সহ বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি দাম্মাম সৌদি আরবের সকল নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন,

 

” দীর্ঘ ১৫ বছর যাবৎ বাংলাদেশের গণতন্ত্রসহ সকল সেক্টর কে ধ্বংস করেছে আওয়ামী- বাকশালীরা। কোলের শিশু থেকে পিতৃ বয়সি বৃদ্ধ পর্যন্ত রেহাই পায়নি তাদের নির্মমতা থেকে । জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলায় জড়িয়ে ফরমায়েশী রায় প্রদান করা হয়েছে। বাংলাদেশের এমন কোন থানা নাই যেখানে বিএনপি নেতা- কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা দায়ের করে নাই এই অবৈধ সরকার। জুলুমের শেষ সীমা অতিক্রম কর ও তারা খান্ত হয়নি । তাদের খায়েস হয়েছে পূর্বের ন্যায় এক তরফা নির্বাচন করার । তাদের সে আশা এবার বাংলাদেশের জনগণ পূরণ হতে দিবে না। যেকোনো মূল্যে নীল নকশার নির্বাচন প্রতিহত করা হবে “।