ভারতীয় ফুটবলের শতবর্ষী টুর্নামেন্ট ডুরান্ড কাপ ২০২৩ এর আসরে অতিথি দল হিসেবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চুড়ান্ত হয়েছে গ্রুপিং, যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশ আর্মি ফুটবল টিমের প্রতিপক্ষ মোহন বাগান সুপার জায়ান্টস, ইস্ট বেঙ্গল এফসি ও রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি।
বাংলাদেশের সার্ভিসেস দলটি মুখোমুখি হবে ৩ আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) ক্লাবের।
উল্লেখ্য, প্রতিযোগিতামূলক কোনো লিগে না খেলা আর্মি দলের হয়ে খেলে থাকেন ৩ পেশাদার ফুটবলার – মেহেদী হাসান মিঠু, শাহরিয়ার ইমন ও হাসান মুরাদ। তাই শক্তিশালী ভারতীয় ক্লাব গুলোর বিপক্ষে লড়াইটা যেমন রোমাঞ্চকর, তেমনই চ্যালেঞ্জিং।
৩ আগস্ট শুরু হতে যাওয়া ডুরান্ড কাপের ‘এ’ গ্রুপের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে কোলকাতায় ।