ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন পলক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১১, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অফ কমার্সের ডেপুটি চিফ কাউন্সিল জো ইয়াং এর নেতৃত্বে এ প্রতিনিধি দল তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য নীতি-কৌশল তৈরির প্রয়োজনীয়তা, তথ্য সুরক্ষা আইনের বর্তমান অবস্থা, ওটিটি রেগুলেশনসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সাইবার নিরাপত্তায় মার্কিন দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

পলক বলেন, বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগের মাধ্যমে দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে।

বৈঠকে ঢাকার মার্কিন দূতাবাসের জেনারেল কাউন্সিল অফিসের সিনিয়র অ্যাটর্নি জোসেফ এল গাট্টুসো, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অফিসার জেমস্ এস গার্ডিনার, এনার্জি-ইএসটিএইচ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।