ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ার বালু খেকোর গাড়ীতে নিহত হাফছা 

কুতুবদিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
জুলাই ৫, ২০২৩ ২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুতুবদিয়ার সমুদ্র সৈকতে বালু খেকো ট্রলি বশরের গাড়ী চাপায় এক মহিলা নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সমুদ্র সৈকত থেকে বালু তুলতে যাওয়া একটি মাহিন্দ্র ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাফছা বেগম (৪০)কে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক নেছার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাফছা বেগম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকার গফুর বাদশার স্ত্রী। এদিকে, সমুদ্র সৈকত থেকে ট্রলি বশর অবাধে বালু উত্তোলন করলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন।

 

স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে সৈকত ও বেড়ীবাঁধের ভাঙন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে দ্বীপের ঝাউবাগানও পড়েছে হুমকির মুখে। অসাধু বালু ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে সমুদ্র সৈকতের বালু উত্তোলন করছে। বালু নিতে যাওয়ার পথে সৈকতে ট্রলি বশরের একটি মাহিন্দ্র ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাফছা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় ওই মহিলা।

 

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সাথে কথা বলার জন্য তার সরকারি মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হয়। বালু উত্তোলনের বিষয়ে কথা বলতে তাকে পাওয়া যায় নি।

 

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান তিনি।