ঢাকাবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা সরোয়ার আলমগীরের গাড়ি বহরে হামলা

ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট
জুলাই ৩, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর এর গাড়ী বহরে হামলার অভিযোগ করেছে ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপির নেতা-কর্মীরা।

 

প্রত্যক্ষদর্শী ও ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, আজ বিকেল তিনটা নাগাদ নেতা-কর্মীদের সাথে নিয়ে উত্তর ফটিকছড়িতে সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন সামাজিক অনুষ্টানে যোগ দিতে যান বিএনপি নেতা সরোয়ার আলমগীর।

 

এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা হেঁয়াকো এলাকায় বিএনপি নেতা সরোয়ার আলমগীরের গাড়ি বহরে লাঠি -সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৫০জন নেতা কর্মিকে আহত করে এবং ৫০টিরও বেশি মোটর বাইক ভাংচুর করে। বিএনপি নেতা-কর্মীরা এই ঘটনার জন্য সরকার দলীয় লোকজনদেরকে দায়ী করছেন।

 

এই ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেন,

” ফটিকছড়িতে আজ সাচ্চা ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণের ঢল দেখে গণবিচ্ছিন্ন এই অবৈধ সরকারের ঘুম হারাম হয়ে গেছে । তাই আজ তারা আমার গাড়িবহরে হামলা করেছে । ইনশাল্লাহ, ফটিকছড়িবাসী কে সাথে নিয়ে ভবিষ্যতে এই ন্যাক্কারজনক হামলার সমুচিত জবাব দেয়া হবে ” ।

এদিকে হামলার ঘটনায় উত্তর ফটিকছড়িতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ।