ঢাকাবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগাড়া থানায় ছিনতাইকৃত সিএনজিসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বিপিএম এর সুনিপুন নির্দেশনায় ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে লোহাগাড়া থানার মামলা (নং-১) তারিখ-২ জুলাই ধারা-৩২৮/৩৯৪ পেনাল কোড এর তদন্তকারী অফিসার এসআই মহসিন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবন জেলার লামা থানা থেকে ছিনতাইকৃত সিএনজিসহ ৪ জনকে গ্রেফতার করেন। সিএনজিটি জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উল্লেখ্য যে, গত ৩০ জুন সিএনজি চালক গুনু মিয়া(৪১) সাতকানিয়া থানাধীন ডুলু ব্রীজ এলকায় তার ভাড়ায় চালিত সিএনজি নিয়ে অবস্থানকালে ৪ জন দুষ্কৃতিকারী যাত্রীবেশে লোহাগাড়া থানাধীন আউলিয়া মসজিদের সামনে যাবার কথা বলে ৫০০/-টাকা বিনিময়ে ভাড়া করে।
গত ৩০ জুনরাত ৯:৩০ টায় লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের অর্ন্তগত চুনতি নলবুনিয়া সাকিনস্থ নবী হোসেনের বাড়ীর সামনে পশ্চিম পার্শ্বে অবস্থিত ইটের সলিং রাস্তার উপর পৌছলে ৪ জন দুষ্কৃতিকারীরা সিএনজি চালক গুনু মিয়ার চোখে মরিচের গুড়া এবং মলম লাগিয়ে মারধর করে সিএনজি ফেলে দিয়ে সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরে ভিকটিম গুনু মিয়া(৪১), পিতা-মৃত আবদুল জব্বার, মাতা-মৃত বেগমা খাতুন, সাং-উত্তর ঢেমশা দাইমিরখিল, সাইরা বর বাড়ী, ৫নং ওয়ার্ড, ৮নং ঢেমশা ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে স্থানীয় লোকজন উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিম লোহাগাড়া থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে সিএনজি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন।