ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় ছয় নেতার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৩০, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসা ফিরোজায় দলের স্থায়ী কমিটির ছয় সদস্য ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ফিরোজায় প্রবেশ করেন। পরে রাতে ১০টার দিকে তারা বেরিয়ে আসেন।

এরপর গেইটের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল ঈদ উপলক্ষে।

এই সাক্ষাতে কেনো রাজনৈতিক আলাপ হয় নাই। আমরা ওনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, উনি কেমন আছেন জানতে চেয়েছি। উনিও আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। নেতা হিসেবে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছি আমরা।
বিএনপি চেয়ারপারসন আমাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে সাবেক স্পিকার বলেন, ‘শারীরিকভাবে ওনার উন্নতি হয়েছে এটা বলা যায় না। ওনার ট্রিটমেন্ট আগে যেভাবে ডাক্তাররা এডভাইস করেছে, এ রকম আমরা আজকে ওনাকে যতটুকু দেখেছি, ওনার চিকিৎসা বাইরে এডভান্স সেন্টারে একান্তভাবে প্রয়োজন।’

উল্লেখ্য, কারাভোগ থেকে শর্তসাপেক্ষে মুক্ত হয়ে ফিরেোজায় ওঠার পর নেতাকর্মীরা দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করার সুযোগ পায় না।