ঢাকাবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় আমার জনপ্রিয়তা এবং অনেক কর্মী-সমর্থক আছে : হিরো আলম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২৬, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম (আশরাফুল আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচনে জয়কে নিশ্চিত করতে নিজের কাছে যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আলোচিত এ ইউটিউবার। ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন কমিশনের কাছে একতারা প্রতীক চেয়েছেন তিনি। তবে ঈদের পর সবাইকে চমক দেখাবেন বলে সম্প্রতি জানিয়েছেন তিনি।

এর আগে বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে নির্বাচন করেছেন হিরো আলম।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি বগুড়ার নির্বাচনে একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। তাই আমি ঢাকা-১৭ আসনে নির্বাচনে একতারা প্রতীক চেয়েছি। আশা করছি এই প্রতীকটি পেয়ে যাব। আমার জানামতে আর কেউ এই প্রতীক চাননি।

ঢাকা-১৭ আসনের নির্বাচনের প্রচারণা নিয়ে নতুন কোনো চমক থাকবে কি না? এ ব্যাপারে তিনি বলেন, হিরো আলম তো নিজেই একটা চমক। এরপরেও নতুন চমক থাকবে। ঈদের পর সবাই আমার চমক দেখবে। ঈদ শেষ হলে নির্বাচনের জোরালো প্রচার চালাব। ঢাকায় আমার জনপ্রিয়তা এবং অনেক কর্মী-সমর্থক আছে। ইতোমধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হব, ইনশাআল্লাহ।

গেল ১৫ মে চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের বিধানে কোনো আসন শূন্য হলে সেটা ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ১২ আগস্টের মধ্যে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে, হিরো আলম বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করলেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান আলোচিত এই ইউটিউবার।