ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চবির শাটল ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুইজনের প্রাণ গেল

Link Copied!

ষোলশহর জংশনের তথ্য অনুযায়ী, রোববার বিকেলে ৩টা ১৩ মিনিটে চবির-শাটল ট্রেন ১৩৯ নম্বর ট্রেনটি ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে ছেড়ে যাচ্ছিল পথিমধ্যে নগরীর বায়েজিদ থানার কেডিএস গার্মেন্টস সংলগ্ন শীতল ঝর্ণা রেলসেতু পারাপারের সময় এক নারী ও শিশু ট্রেনটির ধাক্কায় মৃত্যুরকোলে ঢলে পড়ে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, বিশ্ববিদ্যালয়গামী ট্রেন

অক্সিজেন মোড় রেল ক্রসিং এসে পৌছলে রাস্তা পারাপারের সময় চবি শাটলের ধাক্কায় দেয়।

স্থানীয় পথচারীরা তা প্রত্যক্ষ করে এবং তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নিয়ে আসেন। চমেক জরুরি বিভাগের ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— চট্টগ্রামের বাঁশখালি উপজেলার রাজিয়া বেগম (৪৫) ও তার নাতি মো. শাহীর (১২)।

প্রত্যক্ষদর্শী মো. জসীম বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরের দিকে যাচ্ছিল ট্রেনটি। এসময় রউফাবাদ এলাকা থেকে শীতলঝর্ণা রেল সেতু পার হচ্ছিল ওই দুইজন। তারা সেতুর মাঝামাঝি থাকা অবস্থায় বিপরীত দিক থেকে ট্রেন আসলে পেছনে দৌঁড় দিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু ট্রেনের ধাক্কায় দুজনই নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার আগেই মৃত্যু হয় তাদের।