ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপিসহ কিছু মহল আছে তাদের কাছে আওয়ামী লীগ পরাজিত হলে নির্বাচনটা সুষ্ঠু হয় : কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২০, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে বাংলাদেশে কোনো কোনো মহল আছে তারা চায় নিরপেক্ষ অবাধ নির্বাচন। সুষ্ঠু নির্বাচন। তাদের কাছে সুষ্ঠু নির্বাচনের অর্থ হচ্ছে এমন একটা নির্বাচন হোক যেখানে আওয়ামী লীগ পরাজিত হবে। আওয়ামী লীগ পরাজিত হলে নির্বাচনটা সুষ্ঠু হয়।

এটা বিএনপিসহ কিছু দলের মনোবাসনা।আজ মঙ্গলবার রাজধানীর ইস্কন স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে সংবিধান অনুসারে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকে নানা প্রশ্ন।

করো করো আশঙ্কা ঘুরপাক খাচ্ছে। অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে। আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশে নির্বাচন অতীতেও দেখেছি যতবারই নির্বাচনকে সামনে রেখে আশঙ্কা বেশি ছিল ততবারই দেখেছি বাস্তবে রাজনীতির আকাশ পরিষ্কার, সময় মতো অন্ধকার কেটে গেছে। যে যতই শঙ্কায় থাকুক।

নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে।অনুষ্ঠানে আগত হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদের অকৃতিম বন্ধু, তিনি আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, দুঃখ কষ্ট দুর্যোগে আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে ছিলাম এবং থাকব।

ওবায়দুল কাদের বলেন, আপনার ভোটের অধিকার একজন মুসলিম ভোটের অধিকার সমান। আপনার ভোটের অধিকার কম নয়।

আপনারাও প্রথম শ্রেণির নাগরিক। কখনো হীনমন্যতায় ভুগবেন না, আপনারা মুক্তিযুদ্ধের জন্যে লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বঙ্গবন্ধুর ডাকে বহু মাইনরিটি সাড়া দিয়েছিলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কাউকে অনুসরণ করে হবে না। কারো আদেশ-নিদেশে হবে না। কোনো বহিঃশক্তির পরামর্শ অনুযায়ী হবে না। নির্বাচন হবে আমাদের সংবিধান অনুসরণ করে। আজকে ভারত আমাদের প্রতিবেশী দেশ। একাত্তরের কয়েক হাজার ভারতীয় সৈন্য আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের বেদীমূলে রক্ত দিয়েছেন। আমাদের সেই রাখি বন্ধন আছে। আমরা পরীক্ষিত বন্ধু। এই বন্ধুত্বের অর্থ এই নয় বাংলাদেশের নির্বাচনে ভারত এসে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। এমন উদ্ভট চিন্তা আমরা করি না।

ওবায়দুল কাদের বলেন, ভারতও একটা গণতান্ত্রিক দেশ। আজকে ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সফরে যাচ্ছেন। এর সাথে বাংলাদেশের নির্বাচনের কি সম্পর্ক, বুঝলাম না। বাংলাদেশের রাজনীতির কি সম্পর্ক, আমি জানি না। প্রেসিডেন্ট বাইডেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আলোচনা করবেন, কি নিয়ে কথা বলবেন…। বিশ্বে অনেক বিষয় যুদ্ধ, অস্থিরতা, মূল্যস্ফিতি, জীবনযাত্রার মান ব্যয় অনেক বৃদ্ধি, জ্বালানি সংকট, অনেক কিছুই আলোচনায় আসবে। বাংলাদেশের ব্যাপারে কোন কথা হবে কিনা এটা তারা বলতে পারে। এটা নিয়ে তো আমাদের সাথে কোন আলোচনা ভারতের হয়নি।