ঢাকাশুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেলারুশে নেওয়া হয়েছে পরমাণু অস্ত্র : পুতিন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১৭, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়া এরই মধ্যে কৌশলগত পরমাণু অস্ত্রের প্রথম চালান প্রতিবেশী মিত্র দেশ বেলারুশে স্থাপন করেছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘রাশিয়ার ভূমিতে হামলা হলে বা রুশ রাষ্ট্র হুমকির মুখে পড়লেই কেবল এ অস্ত্র ব্যবহার করা হবে।’ খবর: বিবিসি’র।

তবে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনার আভাস মেলেনি।

পুতিনের এ তথ্য জানানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টানি ব্লিনকেন বলেছেন, ‘রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন কোনো আলামত দেখছি না আমরা।’

প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এই গ্রীষ্মের শেষ নাগাদ বেলারুশে পরমাণু অস্ত্রের পূর্ণাঙ্গ বহর স্থানান্তর সম্পন্ন হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকনোমিক ফোরামের প্রশ্নোত্তর পর্বে পুতিন এমনটি জানান। পুতিন বলেন, ‘রসদ প্রস্তুত রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কৌশলগতভাবে কেউ আমাদের পরাজিত করার কথা ভেবে থাকলে তাদের জন্যও এটি সতর্ক সংকেত।’

পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘কেন আমরা গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলতে যাব? আমি আগেই বলেছি, রাশিয়ার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপজ্জনক অবস্থায় পড়লেই কেবল এ অস্ত্র ব্যবহার করা হবে।’

বেলারুশে যে পরমাণু অস্ত্র নিচ্ছে রাশিয়া এটি ব্যাপকমাত্রায় রেডিওঅ্যাক্টিভিটি ছাড়াই স্বল্পপাল্লার শত্রুর অবস্থানে আক্রমণ করতে সক্ষম। ছোট অস্ত্রটি এক কিলোটনের হয়ে থাকে যেটি এক হাজার টন টিএনটি বিস্ফোরকের সমান কাজ করে। সবচেয়ে বড়টি একশ কিলোটন বিস্ফোরকের সমান। ১৯৪৫ সালে হিরোশিমায় যুক্তরাষ্ট্র যে পরমাণু বোমাটি ফেলেছিল তা ১৫ কিলোটন ছিল।