ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বর্তমান সরকারের অধীনে : জি এম কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১৭, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটি বারবার প্রমাণ হয়েছে। সাধারণ মানুষের ধারণা, সিটি করপোরেশন নির্বাচন সঠিকভাবে হয়নি। ইভিএম ব্যবহারে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে। তবে কারচুপির অভিযোগ তুললেও নির্বাচন বর্জন করবে না জাপা। 

শনিবার দলের বনানী কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, আমরা নির্বাচনে আছি। কথা দিয়েছিলাম জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সব নির্বাচনে অংশ নেব। এতে নিজেদের শক্তি-সামর্থ্য মূল্যায়ন করতে পারছি। অপরদিকে দেশবাসী দেখতে পারছে, দেশের নির্বাচন ব্যবস্থা কেমন। নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারে, ভোট দিতে পারিনি। সাধারণ মানুষ বলতে পারছে, ভোটের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি।

তিনি বলেন, ইভিএমে কারচুপি করা হচ্ছে। বাইরে থেকে লোক এনে গোপন বুথে বসিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সরকারি দলের প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বিরোধী প্রার্থীর ভোটারদের কেন্দ্রে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। সরকার সমর্থকরা নিজেদের লোকজন এনে ভোট দেওয়াচ্ছে।

সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।