ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার রোগ নির্ণয়ে মেডিকেল বোর্ড গঠন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১৪, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

জ্বর ও পেটে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ নির্ণয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের কোনো সমস্যা হলো কিনা– হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তা খতিয়ে দেখছে। শর্তসাপেক্ষে কারামুক্ত হওয়ার পর সপ্তমবারের মতো বিএনপি নেত্রীকে হাসপাতালে নেওয়া হলো। 

মেডিকেল বোর্ডের এক সদস্য মঙ্গলবার জানান, খালেদা জিয়া হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন সোমবার মাঝরাতে। সঙ্গে জ্বরও ছিল। তখনই তাকে হাসপাতালে নেওয়া হয়।

কোনো লক্ষণ ছাড়াও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে জানিয়ে তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পর স্বাভাবিকভাবেই রোগ নির্ণয়ের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। সঙ্গে এক্স-রে ও রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে। এগুলোর রেজাল্ট ভালো। মঙ্গলবার রাতেই পুরো শরীর চেকআপ করা হয়েছে। খালেদা জিয়াকে আরও দুইদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হতে পারে।

এদিকে, খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শেষে সমাবেশে তিনি বলেন, খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে রেখেছিল। তারপর বাসায় গৃহবন্দি করেছে। সোমবার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন। অত্যন্ত অসুস্থ। এ অবস্থায় তাকে রাত ৩টায় হাসপাতালে নেওয়া হয়। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা এখনও আগের মতোই। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সপ্তমতলায় নিবিড় পর্যবেক্ষণে আছেন। মঙ্গলবার দুপুরের পর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৯ এপ্রিল কিছু উপসর্গ নিয়ে পরীক্ষা করানোর জন্য নেওয়া হয় হাসপাতালে খালেদা জিয়াকে। এর আগে গত বছরের ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি স্টেন্ট বসানো হয়েছিল। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃৎপিণ্ডের জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর তার অসুস্থতা বেড়েছে।

এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডে আরও আছেন– অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. শামসুল আরেফিন, অধ্যাপক ডা. একিউএম মহসিন, অধ্যাপক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. জিয়াউল হক এবং অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম। এ ছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।