ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ কেজি গাঁজা সহ তিনজন আটক মিরসরাইয়ে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১২, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বিপিএম সুনিপুন নির্দেশনায় ও মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল (১২ জুন ) পৌনে আটটায় এসআই মোঃ আলআমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মীরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ড এর তারাকাটিয়ায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর চট্টগ্রামগামী গ্রীনলাইন যাত্রীবাহি এসি বাসে তল্লাশী করে ৭ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ পারভেজ উদ্দিন(৩০), পিতা-মোঃ জামাল উদ্দিন, মাতা- ছানোয়ারা বেগম, সাং-পশ্চিম অলিনগর, তেলিগ্রাম, ০৭নং ওয়ার্ড, ০১নং করেরহাট ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, মোঃ সাহাব উদ্দিন প্রঃ সাদ্দাম(২৯), পিতা-মৃত নুরুল হক, মাতা-আলেয়া বেগম, সাং-পূর্ব অলিনগর, ৮নং ওয়ার্ড, ০১নং করের হাট ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা প্রস্তুত করেন। পৃথক আরেকটি অভিযানে একই স্থানে চট্টগ্রামগামী সিডিএম ট্রাভেল্স যাত্রীবাহি বাস তল্লাশী করে ৭ কেজি গাঁজাসহ আসামী রহমত উল্লাহ(১৯), পিতা-রেদোয়ান, মাতা-আরেফা, সাং-মোছনী রেজিষ্ট্রার্ড ক্যাম্প, ব্লক-H) , থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার(রোহিঙ্গা শরনার্থী) কে গ্রেফতার করর হয়েছে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা জব্দ করেন। উভয় ঘটনায় মীরসরাই থানার মামলা নং-১১ , ধারা-৩৬(১) সারণির ১৯(খ) ও ৩৬(১) সারণির ১৩(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং মীরসরাই থানার মামলা নং-১২ তারিখ-১২/০৬/২০২৩ খ্রি ধারা-৩৬(১) সারণির ১৯(খ) ও ৩৬(১) সারণির ১৩(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে।