ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যাবজ্জীবন শাস্তি হওয়া উচিত পাহাড় কাটার : চসিক মেয়র

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১১, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, পাহাড় কেটে যারা প্রকৃতি ধ্বংস করে তাদের শাস্তি যাবজ্জীবন হওয়া উচিত। চলমান আইনে দুই-চার-পাঁচ লাখ টাকা যে জরিমানা করা হয় ভূমিদস্যদের এতে কিছু যায় আসে না।

রোববার (১১ জুন) হোটেল সৈকতে ‘চট্টগ্রাম মহানগরীর পাহাড় কাটা রোধে মতবিনিয়র সভা’য় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চসিক মেয়র। এ সময় সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা রিজওয়ানা হাসানসহ পরিবেশ আন্দোলনের বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়ব বলেন, বিদেশে দেখা যায় পাহাড় পাহাড়ের মতই রয়েছে। স্থাপনা নির্মাণ হয়, রাস্তা করা হয় পাহাড় সুরক্ষা দিয়ে। আর এখানে পাহাড় করা হয় নির্বিচারে। আমাকে জনবল দিন, আমরা সম্মিলিতভাবে পাহাড় কাটা রোধ করবো।

তিনি আরও বলেন, এখনই ব্যবস্থা গ্রহণ করলে চট্টগ্রামের যে রূপ এখনও অক্ষত রয়েছে তা হারাবে না।

সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, হাত কাটার বিষয়টি নিয়ন্ত্রণ এখন সিডিএর হাতে নেই। বিষয়টি এখন সম্পূর্ণ পরিবেশ অধিদপ্তর দেখেন। তবে পাহাড় কাটা রোধে গৃহীত সকল পদক্ষেপের সাথে আমরা সব সময় থাকবো।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম।