ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে আসার ব্যবস্থা করেছিলেন শহীদ জিয়া : ফারুক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৯, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়েছে। দেশে বিদ্যুৎ নেই, কয়লা নেই। কয়লার অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। অথচ আওয়ামী লীগ সংসদে বলেছিল- দেশে এত পরিমাণ বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নেওয়ার কোনো লোক থাকবে না! বিদ্যুতের এখন কী অবস্থা? সারাক্ষণ লোডশেডিং থাকে।

এই সরকার সর্বদা মিথ্যা কথা বলে।আজ শুক্রবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জয়নুল আবেদিন ফারুক বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এই সরকার নানাভাবে কটূক্তি করে।

অথচ শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে আসার ব্যবস্থা করেছিলেন শহীদ জিয়া, তাকে বাংলাদেশের রাজনীতি করার সব সুযোগ-সুবিধা করে দিয়েছিলেন। আজ এই সরকার সেসব ভুলে গেছে।তিনি আরো বলেন, আর দেরি নয়, দল-মত-নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে।

জিয়া নাগরিক সংসদের সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল হক ওহিদুলের সঞ্চালনায় প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।