ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মৃতির পাতায় মোহামেডান

স্পোর্টস ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৮, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

১৯৭৬ সাল থেকে মোহামেডান এর সাথে পরিচয়। আমার এক বড় ভাই যিনি মোহামেডান বলতেই ছিল পাগল, তার হাত ধরেই আমিসহ আমাদের পুরো পরিবার মোহামেডান ফ্যান। বড় ভাইয়ের সাথে চট্টগ্রাম স্টেডিয়ামে যাতায়াত। গত ৫ তারিখ ২০২৩ প্রায় ৭৫ বছর বয়সে আল্লাহ্ র সান্নিধ্যে চলে গেলেন। সবাই উনার জন্য মাগফিরাত এর দোয়া করবেন। ৭৬ সালের আগাখান গোল্ড কাপের ফাইনাল, এশিয়ান ক্লাব কাপ,দু দলের দু অধিনায়ক দুভাই নান্নু মন্জুর মারামারি,মেজর হাফিজের বার কাঁপানো শট,এনায়েতের ড্রিবলিং,মনু সাব্বির এর দৌড়, বড় বাদল ছোট বাদল ইউসুফ মোকসেদ রামা লুসাই কহিনুর মোসাব্বের সান্টু পনির মহসিনের সেই পেনাল্টি আটকানো আরও কত কত স্মৃতি সত্তর আশি দশকের দেশী বিদেশি খেলোয়াড়দের টানে কত স্কুল কলেজ ফাঁকি দিয়ে ষ্টেডিয়ামে জড়ো হয়েছি প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছি,পুলিশ ও বিপক্ষ সমর্থকদের সাথে মারামারি করেছি রেডিওকে ঘিরে চায়ের দোকানে কলেজ হোস্টেলের কমনরুমে টিভির সামনে দল বেঁধে খেলা দেখেছি মনে পড়লে ষাট বছর বয়সে এসেও রোমাঞ্চিত হয় শিহরিয়ে উঠি। কোথায় গেল সেই আনন্দ উত্তেজনা। ১৪ বছর পর একটা ফেডারেশন কাপ জিতে সমর্থকদের মধ্যে কি আনন্দ কাজ করতেছে অথচ ফেডারেশন কাপটা একসময় মোহামেডানের সম্পত্তিতে পরিণত হয়েছিল। এখন সাফল্যটা কাজে লাগিয়ে আগামী মৌসুমে ভাল দল করে লীগ জিতানোর টার্গেট নিতে হবে অন্যথায় আবারও যুগ অপেক্ষা করলে মোহামেডান নামটা নতুন প্রজন্ম ভুলে যাবে। যেভাবে ওয়ান্ডারার্স,ওয়ারী,ওয়াপদা, বিজিআইসি,ইস্ট এন্ড,দিলকুশা হারিয়ে গেছে।

বেঁচে থাকুক লক্ষ সমর্থক এর প্রিয় মোহামেডান, আবারও গর্জে উঠুক মোহামেডান। শুভ শুভ কামনা প্রিয় মোহামেডান।

 

লেখক : মুজিবুল হক চৌধুরী

(আমাদের মোহামেডান ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত )