ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিংবদন্তী গোলকিপার মহসিনের পাশে সাবেক সতীর্থরা

তানভীর মাসুদ | সিটিজি পোস্ট
জুন ৭, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিংবদন্তী গোলকিপার মহসিনের পাশে দাঁড়িয়েছেন তার সময়ের সাবেক সতীর্থ খেলোয়াড় ও সংগঠকরা ।

 

কিংবদন্তী এই গোলকিপারকে দেখতে তার বাসায় ছুটে যান দেশের সাবেক খ্যাতিমান খেলোয়াড় জোসি, বাবলু, রিয়াজ, জনি , আব্দুল গাফফার , রুমান বিন ওয়ালি সাব্বির সহ বেশ কিছু সংগঠক । এসময় অনেককেই সঠিকভাবে চিনতে পারেননি মহসিন। মহসিন এর ছোট আরেক কিংবদন্তী খেলোয়াড় সাব্বিরকে পূর্বে “তুই” করে সম্বোধন করলেও এখন আপনি করে সম্বোধন করছেন । সংগঠকরা এ সময় মহসিন এর সাথে খেলাধুলা নিয়ে স্মৃতিচারণ করেন তবে গোলকিপার মহসিন এর স্মৃতিতে অনেক কিছুই ধূসর হয়ে গেছে । এ সময় সাবেক খেলোয়াড় ও সংগঠকরা মহসিন এর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জানা গেছে আগামীকাল বেক্সিমকোর একটি মেডিকেল টিম মহসিনকে হাসপাতালে ভর্তি করাবে সুচিকিৎসার জন্য । ইতিমধ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মহসিনের জন্য আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন ।

 

উল্লেখ্য, ৮০ ও ৯০ দশকে বাংলাদেশের ফুটবলের গৌরবজ্জ্বল সোনালী অতীত অধ্যায়ের দর্শক নন্দিত জনপ্রিয় খেলোয়াড় ছিলেন গোলকিপার মহসিন । এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ঐতিহ্যবাহী আবহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন। গোলকিপার মহসিন কি এক নজরে দেখতে সে সময় রাস্তায় ভীড় জমে যেত ফুটবল প্রেমীদের । তার ভিউ কার্ড ও পোস্টার বিক্রি হত দোকানে । শুধু তাই নয় তাকে নিয়ে বাংলাদেশের সিনেমায় গান ও হয়েছিল । ১৯৯৪ সালে হঠাৎ করে ফুটবল ত্যাগ করে কানাডায় থিতু হন মহসিন। কিন্তু জীবন যুদ্ধে ভাগ্য বিড়ম্বনার কারণে কানাডা থেকে দেশে ফিরে মানবেতর জীবনযাপন

করছেন তিনি । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তী গোলকিপার মহসিন এর এই দুরবস্থার কথা প্রকাশ হলে ফুটবল প্রেমী সহ সারা বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । সমগ্র বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশা বাংলাদেশের ফুটবলের গৌরবজ্জ্বল সোনালী অতীত অধ্যায়ের এই জীবন্ত কিংবদন্তি যেন তার প্রকৃত প্রাপ্য সম্মান জীবন সায়াহ্নে এসে ।