ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৭, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আগামী মৌসুম থেকেই আমেরিকান এই ক্লাবে দেখা যাবে কাতার বিশ্বকাপজয়ী মেসিকে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি

বুধবার ব্রিটিশ গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির সঙ্গে মিয়ামির চুক্তিতে অ্যাডিডাস ও অ্যাপলের ভূমিকা থাকবে। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মেসি এখন ফ্রি এজেন্ট হয়ে গেছেন।

জানা গেছে, লিওনেল মেসির স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। তাই বিশাল অঙ্কের প্রস্তাব আসলেও মরুভূমির দেশটিতে যেতে রাজি হননি মেসি। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি মিয়ামিতে মেসি একটি বাড়ির মালিক, যা তিনি ভাড়া দিয়ে রেখেছেন।

তবে আরো একটি মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন মেসি। শৈশবের ক্লাব বার্সায় ফিরতে মরিয়া থাকলেও সন্তোষজনক কোনও প্রস্তাব তিনি পাননি। বার্সেলোনা ক্লাবটির আর্থিক জটিলতা রয়ে গেছে এখনো। বিষয়টি নিয়ে মেসিও নাকি বিরক্ত। তাই প্রথমবারের মত ইউরোপের বাইরের কোনও ক্লাবে খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।

বার্সেলোনার হয়ে ২১ বছরে ৩৫টি শিরোপা জিতেছিলেন মেসি। এরপর ২০২১ সালে দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। দুই বছরের চুক্তি শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি।