ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা নাজিমুদ্দিনের মামলায় ৬ ছাত্রদল ও যুবদল নেতার নামে ওয়ারেন্ট

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
জুন ৭, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাইবার ট্রাইব্যুনালে চট্টগ্রাম উত্তর জেলার বিএনপি নেতা ও চাকসু ভিপি নাজিমুদ্দিনের দায়ের করা মামলায় ছাত্রদল ও যুবদলের ছয় নেতার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে।

উক্ত মামলায় আসামিরা হলেন হাটহাজারী ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকী, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির, পৌর যুব দলের আহ্বায়ক মির্জা এমদাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জিএম সাইফুল ।

 

আজ বুধবার (৭ জুন) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ প্রদান করেন । ভিপি নাজিমের আইনজীবী আবু হেনা বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

উত্তর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গ্রেফতারী পরোয়ানা জারি হওয়া ছাত্রদল ও যুবদল নেতারা সবাই বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য ব্যারিস্টার মীর হেলালের ঘনিষ্ঠ অনুসারী । হাটহাজারী বিএনপির রাজনীতিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উত্তর জেলা বিএনপির প্রভাবশালী নেতা ও চাকসু ভিপি নাজিমুদ্দিনের সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের ‌‌। এরি প্রেক্ষিতে মীর হেলালের অনুসারী ছাত্রদল নেতা তকিবুল হাসান তকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস দেয় । সেখানে অন্যান্য আসামিরা বিভিন্ন আপত্তিজনক মন্তব্য করেন ভিপি নাজিমের বিরুদ্ধে । ছয় ছাত্রদল- যুবদল নেতার নামে ওয়ারেন্ট জারি হওয়া নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে চলমান নীরব অন্ত :কোন্দল আরো চাঙ্গা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।