আগামীকাল (৮ জুন ) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রোটকল কর্মকর্তা , মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হকের ২য় মৃত্যুবার্ষিকী ।
২০২১ সালের ৮ জুন বিএনপি নেতা শামসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শামসুল হক স্মৃতি সংসদ ও তার পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে । কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন ) বাদ আসর এনায়েত বাজার শাহী জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে তবুরক বিতরণ । শামসুল হক স্মৃতি সংসদ ও তার পরিবার কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন ।