ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত পুলিশের অনুমতি না দেওয়াকে শান্তিপূর্ণ সমাবেশে বাধা হিসেবে দেখাতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়কে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৫, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীকে রাজধানী ঢাকায় সমাবেশের অনুমতি দেয়নি মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করতে চেয়ে গত ২৯ মে আবেদন করে জামায়াত।

এ বিষয়ে রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. হারুন অর রশীদ বলেছেন, কর্মদিবস হওয়ায় জনদুর্ভোগ এড়াতে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। অনুমতি ছাড়া মিছিল-সমাবেশের জন্য জমায়েতের চেষ্টা ও জানমালের ক্ষতি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জামায়াত পুলিশের এই অনুমতি না দেওয়াকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগে বাধা হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চায়। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোববার রাতে বলেন, সমাবেশের অনুমতি না দেওয়া অসাংবিধানিক ও মৌলিক অধিকারবিরোধী। জামায়াত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশ করতে অনুমতি চেয়েছে। এখনও আশা করছি অনুমতি দেবে পুলিশ। নয়তো তাদের কার্যক্রম, মার্কিন ভিসা নীতি অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগে বাধা হিসেবে গণ্য হবে।

গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত পাঁচবার ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে জামায়াত। আগের চারবার অনুমতি না পাওয়ায় সমাবেশ করেনি। জমায়েত ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মাঠে নামলেও জামায়াত ঘোষিত সমাবেশস্থলে যায়নি। এবারও একই কৌশল নিতে পারে আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত। বায়তুল মোকাররমে না গিয়ে অন্যত্র ঝটিকা মিছিল করতে পারে তারা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশীদ বলেন, জামায়াত অতীতে সমাবেশের নামে সহিংসতা করেছে। রাস্তায় নেমে পুলিশকে মারধর করেছে। তারা সমাবেশের অনুমতি নেওয়ার নামে আলোচনায় থাকতে চাইছে। নিবন্ধন হারানো জামায়াত হঠাৎ কেন সমাবেশ ডেকেছে, সেই উদ্দেশ্য স্পষ্ট নয়। কারও ইন্ধনে সমাবেশ করবে কিনা, অসৎ উদ্দেশ্য আছে কিনা, পুলিশ খতিয়ে দেখছে।