ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অফিস সহকারী মেরে রক্তাক্ত করলেন সেবাগ্রহীতাকে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী অজিত আইচের মারধরের শিকার হয়েছেন সেবা নিতে আসা কফিল উদ্দিন (৪২) নামের এক ব্যক্তি। এ সময় সেবাগ্রহীতা কফিলকে মেরে রক্তাক্ত জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১১টার সময় পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে আসা ওই ব্যক্তির  সঙ্গে এ ঘটনা ঘটে। এ সময় অফিস সহকারীর এমন আচরণ দেখে সেবা নিতে আসা লোকজন উত্তেজিত হয়ে পড়েন।

পরে নির্বাচন কর্মকর্তাসহ অফিসের অন্য কর্মচারীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।আহত কফিল উদ্দিন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমদের বাড়ির সিরাজুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী অজিত আইচ বৃহস্পতিবার সকাল থেকেই সেবা নিতে আসা লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। সকাল ১১টার সময় অফিসকক্ষে সেবা নিতে কয়েকজন প্রবেশ করলে তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।

হামলায় আহত কফিল উদ্দিন জানান, আমার ভাগিনা আবদুল্লাহ আল হাসানের নাম সংশোধনের জন্য নির্বাচন অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলাম। লাইন ধরে কয়েকজন অফিসে প্রবেশ করেন। হঠাৎ অফিস সহকারী অজিত তাদের গালিগালাজ ও পটিয়ার লোকজনের চরিত্র নিয়ে কথা বলেন। তাদের সঙ্গে তার ধাক্কাধাক্কিও হয়।

এ সময় তিনি উভয় পক্ষকে শান্ত করতে এবং এভাবে সেবাপ্রত্যাশীদের সঙ্গে এমন  আচরণ না করার জন্য অজিত আইচকে অনুরোধ করেন। ওই সময় ক্ষিপ্ত হয়ে অজিত আইচ তার ওপর হামলা চালান। এতে তার কপালে আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হয়। 

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন হামলায় আহত কফিল উদ্দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।

আমি উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়েছি। তবে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক বলে জানিয়েছেন তিনি।