ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহ্যের ফাইনালে আজ কুমিল্লায় মুখোমুখি আবাহনী ও মোহামেডান 

তানভীর আহমেদ | সিটিজি পোস্ট
মে ৩০, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডান। এক সময় আবাহনী- মোহামেডান ম্যাচ নিয়ে সমগ্র দেশ উত্তেজনায় কাপলেও কালের বিবর্তনে নানা কারনে সেই উত্তেজনায় বেশ কিছুটা ভাটা পড়লেও এবারের ফেডারেশন কাপের ফাইনাল কে ঘিরে দেশজুড়ে দুই দলের সমর্থকদের মধ্যে অন্যরকম উত্তেজনা বিরাজ করছে।

আবাহনী সাম্প্রতিক সময়ে লিগ শিরোপা না জিতলেও বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। অপরদিকে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ঘরোয়া ফুটবলে ২০১৪ সালের পর আর কোনো ট্রফি জিততে পারেনি।

দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচানোর সুযোগ আজ মোহামেডানের সামনে। ইতিমধ্যে ফাইনাল কে সামনে রেখে দুই দল আজ অনুশীলন করেছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে । অনুশীলন শেষে উভয় দলের খেলোয়াড় এবং কোচরা আশাবাদ ব্যক্ত করেছেন চ্যাম্পিয়ন হওয়ার । ইতিমধ্যে উভয় দলের সমর্থকরা ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, সিলেট থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। আবাহনী ও মোহামেডানে সমর্থক গোষ্ঠীর ফেইসবুক পেইজ থেকে নিজ দলের সমর্থকদের মাঠে এসে খেলোয়াড়দের সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে । টি স্পোর্টস চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করবে ।

মোহামেডানের খেলোয়াড়দের জন্য ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা : 

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে ফুটবলার ও কোচিং স্টাফদের জন্য ৪০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন ক্লাবের পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

উল্লেখ্য, ফেডারেশন কাপের সেমিফাইনালে বাংলাদেশের ফুটবল অঙ্গনের বর্তমান সময়ের শক্তিশালী দল বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে ওঠে মোহামেডান। অপরদিকে আবাহনী শেখ রাসেলকে পরাজিত করে ফাইনালে উঠে ।