ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমাদের সব নির্বাচন সুষ্ঠু হবে: ইসি আলমগীর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৮, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কশিনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের সক্ষমতা আগে যেমন ছিলো এখনও তেমনই আছে। বাড়েনি, কমেওনি। আমরা আসার পর যত নির্বাচন হয়েছে কোনটিতে সহিংসতার ঘটনা ঘটেনি। আমাদের মেয়াদে যত নির্বাচন হবে, তার সবগুলোই গাজীপুরের মত ‘একই মানের’ করার চেষ্টা থাকবে। 

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, আমাদের মেয়াদে যত নির্বাচন হবে সবগুলো একই মানের হবে, সুষ্ঠু হবে।

নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই এবং কমিশন স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সমালোচনা করেন-তারা তো সমালোচনা করবেনই। তারা ভালো হলেও করেন, খারাপ হলেও করেন।’

মো. আলমগীর বলেন, ‘শুধু গাজীপুরের ক্ষেত্রে না, আমরা সবসময় বলেছি, নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমাদের কাজ হলো যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে তাদের সবাইকে সমান সুযোগ আমাদের পক্ষ থেকে দিতে হবে এবং সবার জন্য মাঠ সমান রাখবো। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা করবো।’

তিনি আরও বলেন, মার্কিন নতুন ভিসা নীতির সঙ্গে ইসির সুষ্ঠু ভোটের কোনো সম্পর্ক বা চাপ দেখছি না। যা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে করে আসছি এবং যতদিন আমরা আছি সেভাবেই করবো। প্রথম দিন থেকেই বলছি, আমাদেরকে কেউ চাপ দেয় না। আমরা কারো কাছ থেকে চাপ নেইও না। আমরা প্রথম থেকেই মুক্ত আছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মুক্ত থাকবো।’