ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে আজমত উল্লাহ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৪, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) তৃতীয় নির্বাচন বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে আট মেয়র প্রার্থীসহ ৩৩৩ জন কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) প্রার্থী অংশ নিচ্ছেন।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান জয়ের ব্যাপারে শতভাত আশাবাদী।

নৌকা প্রতীক নিয়ে সিটি নির্বাচন করছেন তিনি। 

সিটি নির্বাচনের আগের দিন (বুধবার) সন্ধ্যায় টঙ্গীর নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এ আশা ব্যক্ত করেন আজমত উল্লাহ খান। এ সময় তিনি গাজীপুরে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলেও আশা ব্যক্ত করেছেন।

আজমত উল্লাহ খান বলেন, ‘নির্বাচন ঘিরে গাজীপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ হবে। আমাকে ভোটাররা জয়যুক্ত করবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ 

সাবেক মেয়রের আমলে গত ১০ বছরে গাজীপুর সিটির বাসিন্দারা হতাশ হয়েছেন দাবি করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। তিনি বলেন, সিটি করপোরেশের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি।

গত ১০ বছরে তারা হতাশ হয়েছে। অতীত কর্মকাণ্ড এবং সততা দেখে মানুষ ভোট দেবে। ভোটারদের মধ্যে যে আগ্রহ দেখেছি তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা অবশ্যই তাদের দায়িত্ব পালন করবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। 

আজমত উল্লাহ খান বলেন, ‘গত দুই-তিন দিন বৃষ্টি হয়েছে।

সেই বৃষ্টিতে ভিজেও মানুষ আমার জন্য অপেক্ষা করেছে। তাদের এই আগ্রহ দেখে আমি নিশ্চিত এই নির্বাচনে নৌকা বিজয়ী হবে এবং এ দেশের গণতান্ত্রিক মানুষ জয়ী হবে। মানুষের যে প্রত্যাশা ছিল, একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদিহিমূলক সিটি করপোরেশন, যে সিটি করপোরেশনে তাদের সেবাগুলো ঘরে বসে পেতে পারবে। এই বিশ্বাস থেকেই আগামীকাল নৌকায় ভোট দেবে জনগণ।’ 

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার দুপুরের পর থেকে ৪৮০টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিনসহ ৪৬ প্রকার ভোটসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে কমিশন।