ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরস্পরের কাছে নির্বাচন পর্যবেক্ষক চায় উজবেকিস্তান-বাংলাদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২০, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

উজবেকিস্তানে আগামী ৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষক পাঠাতে দেশটি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অলোয়েভ বাখরমজন জুরাবোয়েভিচ এ অনুরোধ জানান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে মন্ত্রণালয় আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়। 

মোমেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক প্রেরণের জন্য উজবেকিস্তানকেও অনুরোধ করেছেন। এছাড়া বাংলাদেশি নাগরিকেরা যাতে সহজে ভিসা পেতে পারে সে বিষয়েও তিনি উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।

দুই মন্ত্রী বাংলাদেশ বিমানের ঢাকা–দিল্লি ফ্লাইট এবং উজবেক এয়ারের দিল্লি–তাসখন্দ ফ্লাইট দুটোর মধ্যে কোড শেয়ারিং পদ্ধতিতে আকাশপথে যাতায়াত শুরু করার বিষয়ে আলাপ করেন। পরবর্তীতে চাহিদা বিবেচনা করে ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

দুদেশের মধ্যে অচিরেই উড়োজাহাজ চলাচলের জন্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ এবং উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও ইরানের চাবাহার বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে পণ্য পরিবহনে খরচ কম হবে বলে উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী আশা করেন।