ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২০, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। রোববার সফরকারী দলটির চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্যের এ দলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা ছাড়াও সংসদ সদস্য এবং দলটির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্যরা রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুহাম্মদ ফারুক খান।

জানা গেছে, সফরকারী দলে রয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রোকেয়া সুলতানা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সুফরা বেগম রুমি, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য তরুণ কান্তি দাস ও এ কে ফাইজুল হক রাজু।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বিপক্ষীয় এ সফরে তাদের চায়না কমিউনিস্ট পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা উপস্থাপন করবেন। বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যেন দেশটি ফেরত নেয় সেই বিষয়ে চীনকে আরও বেশি উদ্যোগী হওয়ার জন্য সফরকারীরা প্রস্তাব দেবেন বলে জানা গেছে।

এদিকে চীনের ক্ষমতাসীনদের আমন্ত্রণে প্রায় প্রতিবছর বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশটিতে সফরে যান। এরই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগ নেতারা যাচ্ছেন। নির্বাচনের বছর হওয়ায় এ সফরের গুরুত্ব রয়েছে। আওয়ামী লীগের প্রতিনিধি দলটির আগামী ৩১ মে দেশে ফিরে আসার কথা রয়েছে।