ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ডিসি মমিনুরের নেতৃত্বে ১০০ কোটি টাকার অবৈধ দখলকৃত খাস জমি উদ্ধার

তানভীর আহমেদ | সিটিজি পোস্ট
মে ১৬, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১১ বছর যাবৎ অবৈধ দখলে থাকা ১০০ কোটি টাকা মূল্যের এক একর খাস জমি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার করেছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান । গত ১৫ মে ( সোমবার) লালবাগ রাজস্ব সার্কেলের রাজমশূরী মৌজায় ১০০ কোটি টাকা মূল্যের এই খাস জমি উদ্ধার করা হয় ডিসি মমিনুরের রহমানের নেতৃত্বে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট একেএম হেদায়েতুল ইসলাম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মামুন আহমেদ অনীক, লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, সিনিয়র সহকারী কমিশনার সাখাওয়াত জামিল সৈকত ও হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

 

জানা গেছে, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খাস জমি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর অনুকূলে বরাদ্দ প্রদান করেন । কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে প্রায় দীর্ঘ ১১ বছর উক্ত খাস জমি ভোগ দখল করে আসছিল ।

 

এই ব্যাপারে জানতে চাইলে , ঢাকা জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান বলেন ,

” হাজারীবাগের রাজমশূরী মৌজায় বাংলাদেশ সরকারের বেশ কিছু খাস জমি আছে। এই জমিটি হাজারীবাগ এলাকার রাজ মশূরী মৌজার ১ নম্বর খাস খতিয়ানের এক একর জমি। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জমিটি বিনামূল্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে বন্দোবস্ত দিয়েছিলেন।

 

প্রায় ১১ বছর যাবৎ স্থানীয় প্রভাবশালী দখলদাররা জায়গাটি দখল করে রেখেছিল । অবশেষে আজ জায়গাটি দখলমুক্ত করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দকে বুঝিয়ে দিয়েছি ” ।

 

এদিকে দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীদের দখলে থাকা জায়গা বুঝে পাওয়ায় ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ।