ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ থেকে ১২ দিন লাগবে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে : নসরুল হামিদ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৪, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় মোখার কারণে সতর্কতা হিসেবে সরকার গত শুক্রবার রাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রেখেছে। এ জন্য রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে লোডশেডিং। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। 

আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছেন, গ্যাস ও বিদ্যুতের লোডশেডিং আগামী দুই দিনের মধ্যে উন্নতি হবে। তবে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে।

নসরুল হামিদ বলেন, ‘দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটি গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। আর যেটি উপকূলের কাছাকাছি আছে সেখান থেকে শিগগিরই এলএনজি সরবরাহ শুরু হবে। এতে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে এখনকার চেয়ে ভালো হবে। গভীর সমুদ্রে থাকা ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে।’

পেট্রোবাংলার হিসেবে দেখা যায় দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা আছে ৩ হাজার ৭ শ ৬০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। কিন্তু গড়ে সরবরাহ করা হয় ২ হাজার ৬ শ থেকে ২ হাজার ৭ শ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। এর মধ্যে গড়ে ৬৫০ এমএমসিএফডি এলএনজি আকারে আমদানি করা হয় এবং বাকিটুকু দেশীয় উৎস থেকে আসে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার দৈনিক গ্যাস সরবরাহ প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ৬২৪–৭৩৩ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস।

হঠাৎ করে জাতীয় গ্রিডে ৬৫০ মিলিয়ন কিউবিক ফুটের মতো গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা ও তীব্র গ্যাস সংকট।