ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড় মোকাবেলায় চট্টগ্রাম জেলা পুলিশের জরুরি সেবা চালু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৩, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সুপার সাইক্লোন হিসেবে খ্যাতি লাভ করা ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় জরুরী সেবা চালু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ( বিপিএম ) এর বিশেষ নির্দেশনায় এই জরুরী সেবা চালু করা হয়েছে। এতে ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) কবির আহমেদ ,মো:- ০১৩২০১০৭৪০২। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় চলাকালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য নিম্নলিখিত নাম্বার সমূহে চট্টগ্রাম জেলাবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে । জরুরী সেবা কেন্দ্রের নাম্বার সমূহ হচ্ছে , ০১৩২০১০৮৩৯৮, ০১৩২০১০৮৩৯৯ ও০২-৪১৩৫৫৫৪৯। উক্ত সেবা কেন্দ্রে ২৪ ঘন্টা জেলা পুলিশ ঘূর্ণিঝড় সংক্রান্ত ফোন রিসিভ করবেন সে অনুযায়ী তাৎক্ষণিক সহযোগিতা প্রদান করবেন।

এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ সন্দীপ, বাঁশখালী, আনোয়ারা, সীতাকুন্ড মিরসরাই , জোরারগঞ্জ থানা উড়িরচর ফাড়ির আওতাধীন এলাকা সমূহের জনসাধারণকে সাইক্লোন সেন্টারে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং এর মাধ্যমে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ । উল্লেখিত ছয়টি থানা সহ চট্টগ্রাম জেলার ১৭ থানায় মোট ৯৪১ টি সাইক্লোন সেন্টারে উপদ্রুত এলাকার জনগণকে নিরাপদে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট থানা সহ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে । ঘূর্ণিঝড় পরবর্তী চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ নিরাপত্তা টহল অব্যাহত আছে।