ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড়ের সময় করণীয়

আবহাওয়া ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১২, ২০২৩ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় মোখা অত্যন্ত শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপান্তরিত হয়ে আগামী ১৪ অথবা ১৫ই মে আগাছ হানতে পারে। ঘূর্ণিঝড়ের সময় করণীয় বিষয় নিয়ে সংশ্লিষ্টরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন ।

ঘূর্ণিঝড় শুরু হলে করণীয়:

রাস্তায় থাকলে শপিং মল, মসজিদ, স্কুল বা যেকোনো পাকা ইমারতে আশ্রয় নিন। কোনোভাবেই খোলা আকাশের নিচে থাকা যাবে না।

রাস্তায় যানজটে পড়লে গাড়ির পাশে জায়গা রেখে দাঁড়ানোর চেষ্টা করুন যেন বিপদের মুহূর্তে দরজা খোলা যায়।

বাড়ির বিদ্যুৎ এবং গ্যাসের মেইন লাইন বন্ধ করে দিন।

দরজা-জানালা বন্ধ রাখুন যাতে বাইরে থেকে ময়লা বা ভারী কিছু উড়ে এসে আঘাত করতে না পারে।

টিনশেড বাসা হলে বা নিচু জায়গায় হলে নিরাপদ কোথাও আশ্রয় নিন।

ইন্টারনেট ব্যবহার না করে ফোনে রেডিও শুনতে হবে। ডাটা কানেকশন অন রেখে ফেসবুক স্ক্রল করলে ব্যাটারিও দ্রুত শেষ হবে, নেটওয়ার্কও বেশি ব্যস্ত থাকবে।

কোনোভাবেই ট্যাপের পানি সরাসরি খাওয়া যাবে না। ফুটিয়ে বা ভালো ফিল্টার ব্যবহার করতে হবে।

খুব বেশি জরুরি না হলে রাস্তায় বের হওয়া নিরাপদ নয়।

কল করে নেটওয়ার্ক বিজি না রেখে এসএমএস ব্যবহার করে খোঁজ নেওয়ার চেষ্টা করুন। ডাটা কানেকশন অফ রাখুন।