ঢাকাবুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপেক্ষা করছি পরিবর্তনের : ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১২, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে পরিবর্তনের জন্য লড়াই-সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের। আমরা অপেক্ষা করছি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে নির্মাণ করা যায়, সংগ্রাম করে, লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনীতিবিদদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টি ‘ঈদ আড্ডা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঈদ আড্ডায় রাজনীতিকেরা সাড়া দিয়ে সবাই একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। আশা করি আজকের এই আড্ডায় নতুন করে আশা তৈরি হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আশা জেগে ওঠে আমরা এমন একটা সুন্দর বাসভূমি নির্মাণ করতে সক্ষম হব, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক সমাজ। যে স্বপ্ন আমরা ১৯৭১ এ দেখেছিলাম। আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আরও বেশি করে আশার সৃষ্টি করি, মানুষের মনে আশা জাগাই।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমাদের দেশে রাজনীতিকেরা একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ থেকে আমাদের উদ্ধার হওয়া দরকার। রাজনীতিতে সব দলেরই কিছু না কিছু নিজস্ব মত থাকবে। সেই মতকে আমাদের সম্মান করতে হবে। শত্রুভাবাপন্ন মনোভাব পরিহার করে আমরা যদি বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি, তাহলেই রাজনীতিতে সুবাতাস বইবে।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ আরও অনেকে অংশ নেন।