ঢাকাবুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাকলিয়া স্কুলের জলাবদ্ধ খেলার মাঠ পরিদর্শন ডিসি ফখরুজ্জামানের

তানভীর আহমেদ | সিটিজি পোস্ট
মে ১১, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন জলাবদ্ধ থাকা বন্দরনগরী চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান । আজ বৃহস্পতিবার বিকেলে তিনি জলাবদ্ধতায় পরিপূর্ণ এই খেলার মাঠ পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সহ স্কুলের অন্যান্য শিক্ষকরা ডিসি ফখরুজ্জামানকে স্বাগত জানান এবং দীর্ঘদিন চলমান স্কুলের খেলার মাঠের এই দুরবস্থা নিরসনে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি স্কুলের আরো বিভিন্ন সমস্যা নিরসনের অনুরোধ জানান।

 

এ সময় ডিসি ফখরুজ্জামান বলেন, ” খেলাধুলা শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । বিশাল খেলার মাঠ থাকা সত্ত্বেও খেলাধুলা করা থেকে শিক্ষার্থীদের এভাবে বঞ্চিত হওয়া সত্যিই দুঃখজনক। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্কুলের খেলার মাঠ সংস্কারের পাশাপাশি বিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। এই জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে বৈঠক করা হবে। বিশাল এই খেলার মাঠটি কে একটি আদর্শ খেলার মাঠ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে “।

 

গত ৮ মে চট্টগ্রামের সমাজ সেবক কায়সার আলী চৌধুরী বাকলিয়া স্কুলের খেলার মাঠের দুরবস্থা তুলে ধরে তা নিরসনে চট্টগ্রামের ডিসি ফখরুজ্জামান এর হস্তক্ষেপ কামনা করে তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লাইভ করেন । এ নিয়ে সিটিজি পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় । এর প্রেক্ষিতে আজ বাকলিয়া স্কুলের খেলার মাঠ পরিদর্শন করেন ডিসি ফখরুজ্জামান।

 

এই ব্যাপারে জানতে চাইলে সমাজ সেবক কায়সার আলী চৌধুরী বলেন, ” সমাজিক দায়বদ্ধতা থেকে আমি ফেইসবুকে লাইভ করে বাকলিয়া স্কুলের খেলার মাঠের সমস্যা নিরসনে ডিসি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি । ডিসি স্যার আজ স্কুল পরিদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছেন সমস্যা নিরসনে উনি সর্বাত্মক সহযোগিতা করবেন” ।

 

বাকলিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,

” ডিসি মহোদয় আজ স্কুল পরিদর্শন করেছেন এবং স্কুলের খেলার মাঠের সমস্যার পাশাপাশি আরও বেশ কিছু সমস্যা উনার দৃষ্টিগোচরে এনেছি। উনি অত্যন্ত আন্তরিকতার সাথে উক্ত সমস্যা সমূহ নিরসনে উনার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস প্রদান করেছেন”।

 

উল্লেখ্য, চট্টগ্রামের দায়িত্ব গ্রহণ করার পরেই চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নতি এবং খেলাধুলার মাঠ সংকট নিরসনে বেশ কিছু যুগান্তকারী কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং তা বাস্তবায়নের জন্য দৃশ্যমান সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য ইতিমধ্যে

ক্রীড়া বান্ধব ডিসি হিসেবে সমগ্র চট্টগ্রামে সুপরিচিত লাভ করেছেন ফখরুজ্জামান। বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহ সমগ্র চট্টগ্রামবাসীর প্রত্যাশা ডিসি ফখরুজ্জামান এর হাত ধরেই বাকলিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠের সমস্যা নিরসন সহ সমগ্র চট্টগ্রামের জন গুরুত্বপূর্ণ সমস্যা সমূহের সমাধান নিরসন হবে খুব শীঘ্রই।