ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তীব্র তাপপ্রবাহের আভাস চলতি মাসে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৯, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আবহাওয়া অধিদপ্তর গত ২ মে চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস ও এপ্রিল মাসের আবহাওয়ার বিশ্লেষণ প্রকাশ করেছে। মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তারা জনিয়েছে, চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানায় অধিদপ্তর।

এপ্রিল মাসের বিশ্লেষণে বলা হয়, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৩৪ মিলিমিটার হলেও এবার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। অর্থাৎ এপ্রিলে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৬.৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

তাপপ্রবাহ থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত

এদিকে তাপপ্রবাহ সম্পর্কে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুকে জানান, গত রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত আবারও বাংলাদেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী, খুলনা, রংপুর ও ঢাকা বিভাগের অনেক জেলার ওপর দিয়ে এই তাপপ্রবাহ অতিক্রম করার প্রবল সম্ভাবনা।

এ সময়ে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর এবং রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই সপ্তাহে ঢাকা শহরের তাপমাত্রা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।