ঢাকাবুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিএসজির অনুশীলনে ফিরেছেন নিষেধাজ্ঞায় থাকা মেসি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৮, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসিকে ছাড়াই বড় জয় পেয়েছে পিএসজি। গতকাল অবনমন অঞ্চলে থাকা ত্রয়ীজের বিপক্ষে ৩-১ গোলে জিতে চলতি মৌসুমের ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের আরও কাছে চলে এসেছে ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা।

ক্লাব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পর্যটনদূত হিসেবে পরিববার নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পান মেসি। তার সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হয় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। নিষেধাজ্ঞায় থাকাকালীন পিএসজির হয়ে দুটি মিস হাতছাড়া করবেন তিনি। এমনকি মেসিকে সতীর্থদের সঙ্গে অনুশীলনেও নিষেধাজ্ঞা দেয় তারা।

তবে ভারতীয় দুই সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও স্পোর্টসস্টার জানিয়েছে, সৌদি সফর শেষে আজ পিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি। নিজের অফিসিয়াল টুইটার পেজে খবরটি নিশ্চিত করেছেন বিখ্যাত ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানোও। মেসির ছবি পোস্ট করে তাঁর টুইট, ‘সৌদি সফরের উদ্বিগ্নতার পর পরিস্থিতি বেশ শান্ত মনে হচ্ছে— তবে এটি এখনো স্পষ্ট যে মেসি আজাচ্চিওর বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা।’

পিএসজিও তাদের ওয়েবসাইট ও টুইটারে মেসির ছবি পোস্ট করে তাঁর অনুশীলনে ফেরার বিষয়টি জানিয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, পিএসজির ট্রেনিং গ্রাউন্ডে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে দৌড়াতে।

গত কয়েকদিন ধরে ঝড় বইয়ে গেছে মেসির ওপর। তবে নিষেধাজ্ঞা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিক্ষোভও শুরু করে পিএসজি সমর্থেকরা। এমনকি বেশ কয়েকজন সাবেক ফুটবলার ৩৫ বছর বয়সী তারকার সমালোচনাও করেন। এরপর সৌদি সফরের জন্য ক্ষমা চান মেসি। আর দুই সপ্তাহের নিষেধাজ্ঞার এক সপ্তাহ না যেতেই পিএসজির অনুশীলনে ফিরলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।