কালজয়ী লেখক দুই বাংলায় জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে আনন্দবাজার জানিয়েছে।
৭৯ বছর বয়সী এই ভারতীয় বাঙালি লেখক দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শহরের বাইপাসের কাছে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম এই সাহিত্যিক ‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিণী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চার—নামে একের পর এক ধ্রুপদি সাহিত্য সৃষ্টি করেছেন।