ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র মঞ্চ ছাড়লেও সরকারবিরোধী অবস্থানেই থাকব : কিবরিয়া

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৮, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্র মঞ্চ ছাড়লেও গণ অধিকার পরিষদ সরকারবিরোধী অবস্থানে থাকবে, সরকারের লাইনে যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, তার দল কোনোভাবেই সরকারের সঙ্গে যুক্ত হবে না।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণতন্ত্র মঞ্চ কী কারণে ছাড়লেন―এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, ‘সাংগঠনিক কাজ এখন আমাদের মূল লক্ষ্য। অবৈধ সরকারকে সরাতে আমাদের সাংগঠনিক শক্তি অনেক বাড়াতে হবে। আসল কথা হলো জনসমর্থন, যা খুবই গুরুত্বপূর্ণ। এই মঞ্চে থেকে এটা বাড়ানো যাবে না।’

রেজা কিবরিয়া বলেন, বিএনপির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যুগপৎ আন্দোলনে অন্য দলের সঙ্গে গণ অধিকার পরিষদও থাকবে। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এ মুহূর্তে নতুন জোট গঠ করার পরিকল্পনাও নেই।

নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার কৌশল হিসেবে আপনারা বেরিয়ে আসছেন কি না―এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, এর সঙ্গে নিবন্ধনের সম্পর্ক নেই। গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে সময় দেওয়ার মতো সময় দলের নেতাকর্মীদের নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোট গঠনের প্রশ্নই আসে না। যারা ভোট চুরি করে ক্ষমতায় আসে তাদের সঙ্গে থাকার সম্ভাবনা একেবারেই নেই।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রবাসী অধিকার পরিষদের’ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বক্তব্য দেন ড. রেজা কিবরিয়া।

অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘ব্যর্থতার দায় নিয়ে সরে যান। আমাদের কাছে ক্ষমতা ছেড়ে দেন, এক বছরের মধ্যেই পরিবর্তন করে দেব।’

তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান, তারেক রহমান প্রমুখ।