ঢাকাবুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দল নেতাদের কারাগারে প্রেরণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতির নিন্দা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, সহ-ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইমরান সিদ্দিকী জেক্সন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আলম শফি, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সবুজ, পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম, সদস্য সচিব জসিম উদ্দিন, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ কবির আহম্মেদ, সদস্য দেলোয়ার হোসেন আজ মিথ্যা ও বানোয়াট মামলায় হাইকোর্টের নির্দেশনা মতে চট্টগ্রাম জেলা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর সে¦চ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান।

 

এক বিবৃতিতে তিনি বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা বর্তমান আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এই কর্মসূচি সফল করার লক্ষে মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ গণতান্ত্রিক সকল অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে মিথ্যা ও গায়েবী মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। দেশ শাসনে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে সরকার বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখতে উন্মাদ হয়ে গেছে। তবে সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সকল অপকর্ম ও দু:শাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের নিকট জবাবদিহিতা করতে হবে।

 

তিনি অবিলম্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দে বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার পূর্বক নি:শর্ত মুক্তি দাবি করেন।