ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে বিএনপি : কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি আঁটছে। ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘মির্জা ফখরুল অবৈধ দলের অবৈধ মহাসচিব। সিটি নির্বাচনে দলীয় পরিচয় গোপন করে প্রার্থী হয়েছে বিএনপির নেতা-কর্মীরা।’

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) আজকে মিটি-সিটিং করছে, গোপন বৈঠক করছে। এখন নাকি রূপরেখা তৈরি করবে। এই রূপরেখা আন্দোলনের নয়, এই রূপরেখা ষড়যন্ত্রের। চক্রান্তের রূপরেখা তারা এখন তৈরি করছে। এটা রাজনীতি নয়, এটা বাংলাদেশের বিকাশমান উন্নয়নশীল দেশের অর্থনীতিকে আক্রমণ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। এখন তাদের টার্গেট আমাদের অর্থনীতি। যে অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে প্যান্ডেমিকের পরেও ঘুরে দাঁড়িয়েছে। যে অর্থনীতি বিশ্ব ব্যাংক, আইএমএফের মতে সমৃদ্ধির স্বপ্ন দেখছে।

সেতুমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের জন্য বাংলাদেশের অর্থনীতি একটা উদাহরণ। আজকে সেই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা (বিএনপি) সন্ত্রাসের পথ বেছে নেবে, ত্রাসের পথ বেছে নেবে- এটাই আমরা জানি। তারা নির্বাচনে বিশ্বাস করে না। তাদের কাছে নির্বাচন মানে বিএনপিকে নির্বাচিত করার গ্যারান্টি দিতে হবে। যদি নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচিত হওয়া, ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি দিতো- সেটা হতো নিরক্ষেপ নির্বাচন। তাদের কাছে এটাই নিরপেক্ষ নির্বাচন, তাদের জেতানোর গ্যারান্টি। তারা বুঝে ফেলেছে, আগামী নির্বাচনে জনগণের ভোটে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে হেরে যাাবে। সেই জন্য তারা নির্বাচনকে ভয় পায়।

তিনি আরো বলেন, তারা এখন চাচ্ছে ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এই সরকারকে চেরাগোপ্তা চক্রান্তের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে। এটাই তাদের টার্গেট, সেই রূপরেখাই তারা তৈরি করছে।