বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য হিসেবে বাংলাদেশকে ১.১২ বিলিয়ন ডলার আমদানি ব্যয় পরিশোধ করতে হবে। ব্যয় পরিশোধের পর দেশের রিজার্ভ কমে ২৯.৮১ বিলিয়ন ডলারে দাঁড়াবে।
আইএমএফের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আরো ৫.৫ বিলিয়ন ডলার বাদ দিয়ে রিজার্ভের হিসাব করতে হবে। এতে বাংলাদেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ২৪.৩১ বিলিয়ন ডলার।
ডলারের দর আরো বাড়ল : গতকাল মঙ্গলবার থেকে ১০৪ টাকা ৫০ পয়সা দরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার পর্যন্ত প্রতি ডলারের জন্য ১০৩ টাকা নেওয়া হতো।
মঙ্গলবার আন্ত ব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল ১০৭ টাকা, সর্বনিম্ন ১০৬ টাকা ৯৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি বছরের এপ্রিলের শুরু থেকে প্রতি ডলার ১০৩ টাকায় বিক্রি করা হচ্ছিল। গতকাল থেকে তা দেড় টাকা বাড়িয়ে ১০৪ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এদিন রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে পাঁচ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করা হয়েছে।