ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ৫ মাস পর রিজভী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩০, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাড়ে চার শ নেতাকর্মীর সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত ২৫ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা। আজ রবিবার দুপুর ১২টার দিকে তিনি দলটির কার্যালয়ে যান। 

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন বলেন, ‘দীর্ঘ প্রায় ১৪৫ দিন পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।’

এদিকে রুহুল কবির রিজভীর কেন্দ্রীয় কার্যালয়ে আসার খবর পেয়ে সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জমায়েত হতে থাকেন। দুপুর ১২টার দিকে তিনি কার্যালয়ে এলে ফুল ও স্লোগান সহকারে রিজভীকে বরণ করে নেন নেতাকর্মীরা।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে রুহুল কবির রিজভীর আইনজীবীরা জানান, রুহুল কবির রিজভী পর্যায়ক্রমে ৫০টি মামলায় জামিন নিয়ে সম্প্রতি কারামুক্ত হন।