ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন ডা. জাহিদ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩০, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য এ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে ভর্তির পরামর্শ দেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে তাঁকে ভর্তির সিদ্ধান্ত নেয় তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ড।

ডা. জাহিদ হোসেন হাসপাতালের সামনে সাংবাদিকদের বলেন, ২০২১ সালের মার্চ মাস থেকে এ নিয়ে সপ্তমবারের মতো হাসপাতালে এসেছেন তিনি। মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে উনার কিছু পরীক্ষা করা হয়েছে। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেওয়া হয়। যে পরীক্ষা-নিরীক্ষাগুলো বাসায় করা সম্ভব নয়, তা আগামী কয়েক দিনে করা হবে। এই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তাঁর চিকিৎসা দেবে মেডিক্যাল বোর্ড।

তিনি বলেন, ‘উনার লিভার, কিডনি ও হার্টের জটিলতা আছে। যেহেতু সঠিক চিকিত্সার জন্য মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল সেন্টারে নেওয়া যাচ্ছে না, সেহেতু উনাকে আবার এখানে ভর্তি করানো হচ্ছে।’ তিনি জানান,  তাঁর যেসব শারীরিক জটিলতা অতীতে ছিল, এখনো তা বর্তমান আছে। উনার অবস্থার যাতে আর অবনতি না হয় তার জন্য পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে।

সর্বশেষ চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান গুলশানে বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। পরে দলের এই শীর্ষনেতারা খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি ঘিরে স্লোগান দিয়ে এগিয়ে দেন। তাঁর গাড়ির সামনে-পেছনে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীকে গাড়ি ও মোটরসাইকেলে দেখা গেছে। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান ছিলেন।