ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা বিএনপির মতো দেশ বিক্রি করে সাহায্য আনি না : কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, উন্নয়ন দেখে যতোই গা জ্বালা করুক তাতে কাজ হবে না। আর মিথ্যাচার করেও কোনো লাভ হবে না। আন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকায় বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। 

বিএনপিকে এদেশের সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য করে তিনি বলেন,  বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনায় আমরা অবিচল, এখনে থেকে কেউ সরাতে পারবে না।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, এখানে যারা আন্দোলনে জেতে, তারাই নির্বাচনে জেতে। তাই আন্দোলনে জেতার বিকল্প নেই। একটি দল অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের আন্দোলন শুরুতেই হোঁচট খেয়েছে।  জনগণের সঙ্গে সম্পৃক্ত নয় এমন বহু কর্মসূচি দিয়েছে, কিন্তু কাজে আসে নাই। ব্যর্থ আন্দোলন নিয়ে তারা এখন পথ হারা পথিকের মতো।

তিনি বলেন, তারা (বিএনপি) জানে শেখ হাসিনার সরকারের উন্নয়ন সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে, হচ্ছে। তারা বহু জায়গায় নালিশ করেছে, কিন্তু সারা পায়নি।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন করার জন্য আমাদের সংবিধান রয়েছে।  অন্য দেশের সুপারিশ অনুযায়ী আমরা নির্বাচন করবো না।

তত্ত্বাবধায়ক সরকারকে একটি ‘ডেড ইস্যু’ মন্তব্য করে কাদের বলেন, উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হিমঘরে পাঠিয়েছে। এটাকে আর জীবিত করার সুযোগ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার দাবি করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

‘দেশে গণতন্ত্র নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যে কাদের প্রশ্ন রেখে বলেন,কোন গণতন্ত্র নেই, জিয়াউর রহমানের হ্যাঁ-না গণতন্ত্র, নাকি ১৫ ফেব্রুয়ারির নির্বাচন?

সম্প্রতি প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে কাদের বলেন, জাপান নিজে দাওয়াত করেছে, সেখানকার বড় সহযোগিতা ও চুক্তি হয়েছে। বিশ্বব্যাংক যে ভুল করেছিলো সেখান থেকে তারা সরে এসে এখন বাজেটে ৫০০ মিলিয়ন ডলার দিতে আগ্রহী। এখনও চুক্তি হয়নি, তবে হবে।

তিনি বলেন, শর্ত দিয়ে কোনো সাহায্যে নিচ্ছি না। আমরা বিএনপির মতো দেশ বিক্রি করে সাহায্য আনি না।

দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিরোধীদের সন্ত্রাস, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচন করবেন, কিন্তু করতে দেবেন না, এটা কী মামাবাড়ির আবদার! আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা তা হতে দেবো না। যথা সময়ে নির্বাচন হবে।

নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহবান জানিয়ে কাদের বলেন, আপন ঘর ঠিক থাকলে যে কোনো শক্তি মোকাবেলা করতে পারবো।

বৈঠকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে বৃহত্তর রংপুর বিভাগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।