ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : জি এম কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

জি এম কাদের বলেন, বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিকভাবে ভালো কাজ করবেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। জাতীয় পার্টি স্বতন্ত্র দল, দেশে সু-শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য। আমরা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।তিনি আরো বলেন, পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। আমরা পাঁচটিতেই অংশগ্রহণ করব। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হব। তবে সাধারণ মানুষ বলেন, আমরা ভোট দিতে পারব তো? ভোট দিলে ফলাফল কি ভোটারের মাধ্যম প্রকাশ করা হবে? এই কথাগুলো সাধারণ ভোটারেরা আমাদের কাছে জিজ্ঞাসা করে।

জিএম কাদের বলেন, গতকাল চট্টগ্রাম ৮ আসনে সংসদীয় নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হননি।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে বক্তব্য আরো বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম পাঠান প্রমূখ।