ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিআরটিএ’র মেট্রো-১ সার্কেলের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৭ এপ্রিল,২০২৩ তারিখে চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্ট মেট্টো-১ সার্কেলের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চট্ট মেট্রো -১ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) তৌহিদুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জি.) শফিকুজ্জামান ভূঞা এবং চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (পশ্চিম) মো.জসিম উদ্দিন। এর আগে বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুর মোহাম্মদ মজুমদার নতুন ভবনের ফলক উন্মোচন করেন।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা সঞ্জয় দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, প্রকৌ. আতিকুর রহমান, ওমর ফারুক, আনোয়ার হোসেন, মোটরযান পরিদর্শক তীর্থ প্রতীম বড়ুয়া, পলাশ খীসা, মো. শাহাদাত হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ’র চট্ট মেট্টো-১ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) তৌহিদুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা এলাকার যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সদস্য অলি আহম্মদ, মোহাম্মদ আবদুল মান্নান, মনজুরুল আলম চৌধুরী (মঞ্জু)। এ ছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকার যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সদস্য হালিমা হাজারি লিপি, আবু বকর ছিদ্দিক,বেলায়েত হোসেন বেলাল। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কমিটির সদস্য খোরশেদ আলম, নগরীর ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মো.আব্দুল মান্নান। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (পশ্চিম) মো.জসিম উদ্দিন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বিআরটিএর চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জি.) শফিকুজ্জামান ভূঞা বিআরটিএ সর্ম্পকিত তথ্যবহুল ও আশাব্যঞ্জক বক্তব্য রাখেন।তিনি বলেন,বিআরটিএ ৯০ শতাংশ ডিজিটালাইজড হচ্ছে।এতে সেবাগ্রহীতারা ঘরে বসেই সেবা নিতে পারবেন।ফলে বিআরটিএ এখন দালালমুক্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুর মোহাম্মদ মজুমদার তার বক্তব্যে বলেন,” মানুষের কষ্ট কমাতে নতুন কার্যালয় করা হয়েছে। বর্তমানে সারা দেশের পাশাপাশি চট্টগ্রামেও যানবাহন যেমন বেড়েছে, তেমনি কাজের পরিধিও বেড়েছে। নতুন কার্যালয় উদ্বোধনের ফলে সেবা গ্রহিতারা দ্রুতসেবা নিতে পারবেন। এতে তাদের দুর্ভোগ লাঘব হবে।” নগরীর পতেঙ্গা, ইপিজেড, বন্দর, হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং, সদরঘাট ও কোতোয়ালী থানার যাবতীয় কার্যক্রম হালিশহরে চট্ট মেট্টো-১ সার্কেলে স্থানান্তরিত হবে এবং নতুন পাড়ায় অবস্হিত চট্ট মেট্টো-২ সার্কেলে আকবর শাহ, বায়েজিদ, খুলশী, চকবাজার, পাঁচলাইশ, চান্দগাঁও, বাকলিয়া এবং কর্ণফুলী থানার কার্যক্রম পরিচালিত হবে।

সভাপতির বক্তব্যে চট্ট মেট্টো-১ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) তৌহিদুল হোসেন বলেন, জনগণের সুবিধার্থে এই অফিসের কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।