ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উৎপাদন বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ওই ইউনিটে উৎপাদন কার্যক্রম বন্ধ আছে। তৃতীয় ইউনিট থেকে ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হতো।

আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিডিবির এ কর্মকর্তা জানান, তৃতীয় ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় কেন্দ্রটি বন্ধ রয়েছে। এটি বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় টেকনিক্যাল সমস্যা। আগামী দু-এক দিনের মধ্যে কেন্দ্রটি পুনরায় উৎপাদনে ফিরবে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের মোট সক্ষমতা  ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে তৃতীয় ইউনিটের সক্ষমতা ২৭৫ মেগাওয়াট। ইউনিট থেকে প্রতিদিন ২৭০ থেকে ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। প্রতিদিন ২ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন চালু রাখছিল বিপিডিবি। দেশের উত্তর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে কেন্দ্রটি এখন গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।

বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করছে কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ (সিপিজিসিএল)। সংস্থা সূত্রে জানা গেছে, বর্তমানে প্রথম নম্বর ইউনিট থেকে ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দুই নম্বর ইউনিটের ওভারহোলিংয়ের কাজ চলছে। দুই নম্বর ইউনিট দিয়ে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।