ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে যেতে ভয় পায় না বিএনপি : প্রিন্স

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৮, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শোচনীয় পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। তারা আবারও ভোটার ও বিরোধী দল বিহীন ভোট চুরির প্রহসন করতে চায়।

আজ শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া বাজারে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জাপানে গিয়ে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তিকর কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে যেতে ভয় পায় না। আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ, নিরপেক্ষ হয় না। ভোট চুরি করে গণরায় ছিনতাই করা হয়। সে কারণে শুধু বিএনপি নয়, জনগণও আওয়ামী সরকারের অধীনে প্রহসনের নির্বাচন বয়কট করে।

তিনি বলেন, জাপানে গিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন ও গণতন্ত্র নিয়ে অনেক কথা বলেছেন। বাংলাদেশে প্রশাসন দিয়ে নির্বাচনের আগের রাতে ভোট চুরি করা হয়েছে, যা পৃথিবীর কোথাও হয় না।

তিনি আরো বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেও গরমে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

বদরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, উপজেলা বিএনপির নেতা মিজানুর রহমান, মোতালেব হোসেন, মফিজ উদ্দিন, কেন্দ্রীয় জাসাস নেতা দিদার মণ্ডল, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্যসচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ বক্তব্য দেন।